বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার (৪ জুন) ফরিদ উদ্দিন নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় শাহ জামাল ও পুত্র আবদুস সবুর গুরুতর আহত হয়েছে। 

বিষয়টি জানিয়েছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় মঙ্গলবার (৪ জুন) মাঠে তিন কৃষক বোরো ধান কাটছিলেন। 

এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। বজ্রপাতে কৃষক ফরিদ উদ্দিন, শাহ জামাল, আব্দুস সবুর গুরুতর আহত হয়। গুরুতর আহত তিন কৃষককে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

পরে কর্তব্যরত চিকিৎসক কৃষক ফরিদ উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত জামাল ও ছেলে আব্দুস সবুরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রবিউল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টিএইচ